বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির বিষয়ে সত্যিকারের তথ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের রাজনীতিক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দেশের একমাত্র সরকারি ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনকে বিগত ১৫ বছরে ‘মুজিবীকরণে’ ওঠেপড়ে লেগেছিল আওয়ামী সরকার। এজন্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ইতিহাসই বিকৃত করে ফেলা হয়। হঠাৎ সব স্থাপনা ও বইপত্রে যুক্ত করা হয়, ‘শেখ মুজিব প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা।’
পতিত আওয়ামী সরকারের আমলে ধর্মীয় কার্যক্রমে নানামুখী বাধা-বিঘ্ন ও ষড়যন্ত্রের অভিযোগ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। বিশেষ করে ৯০ শতাংশ মুসলমানের এ দেশে সবচেয়ে বেশি আঘাত আসে ইসলাম ধর্মের ওপর।